ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার সমিতির শপথ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠিত হয়। (৩মার্চ) সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ শপথ বাক্য পাঠ করান;পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ (হারুন) ও সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী সহ কমিটির লেকজনকে।

এসময় সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভূইয়া মনি সহ পৌর বাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ হায়দার আলী বলেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করিব। সকল ব্যবসায়ীদের দোয়া-সহযোগিতা চাই। উল্লেখ্য যে গত ২৫-শে ফেব্রুয়ারী পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।