ময়মনসিংহের গৌরীপুরকে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/Porjoton-Dibosh-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরের ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন নিদর্শনগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সংগঠন ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও এসিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. ফজর আলী, ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ , আব্দুস সালাম, পিন্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে মুঘল-সুলতানি ও ইংরেজ আমলের বহু প্রাচীন নিদর্শন, জমিদার বাড়ি, সখিনা বিবির সমাধি, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুর্যাল, ৫৩ ফুট উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ নানান স্থাপনা। এই স্থাপনাগুলো প্রত্নতত্ত অধিদপ্তরের তালিকাভুক্ত করে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন