ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেয়া হলো ঢেউটিন ও টাকা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/received_3454334804805786-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৯ পরিবারকে দেয়া হলো ঢেউটিন ও টাকা। শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ির আঙ্গিনায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যেগে এ ঢেউটিন ও চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নতের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, এমপি’র ব্যক্তিগত সহকারী মোঃ আবু সাঈদ, যুবলীগ নেতা আতিকুর রহমান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মামুনুল করিম মামুন, ছাত্রলীগ নেতা সাগরসহ আরও অনেকেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান- ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যুত লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র ১৯ ফেব্রæয়ারি দু’পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় সাজ্জাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ লাল মিয়া মন্ডল গংরা সশস্ত্র হামলা চালায় প্রতিবেশী সিরাজুল হক গংদের বাড়ি-ঘরে। এসময় ভাংচুর ও লুটপাটের পর ৩৯ পরিবারের শতাধিক ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ অগ্নিকান্ড ও লুটপাটের ঘটনার পর থেকে ওই পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে আসছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন