ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ সার মজুদের দায়ে বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ সার মজুদের দায়ে জাহাঙ্গীর আলম সোহাগ নামে এক খুচরা সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদানের ঘটনাটি ঘটেছে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।

তিনি এই অভিযান ও অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে জাহাঙ্গীর আলম সোহাগের সারের দোকান রয়েছে। তিনি ওই এলাকার সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা। বৃহস্পতিবার সকালে তিনি দোকানে অবৈধ ৩শ বস্তা সার তার দোকানের গোডাউনে মজুদ করেন।

খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ সার মজুদের সত্যতা পান।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ওই দোকানে অভিযান চালান। এ সময় অবৈধ সার মজুদের দায়ে জাহাঙ্গীর আলম সোহাগকে ৩০ হাজার টাকা দণ্ড প্রদান করেন।