ময়মনসিংহের গৌরীপুরে অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জানালেন প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদকে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/18-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জানালেন প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদকে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানালেন তাঁর সহকর্মীবৃন্দ।
এ সময় তাঁর হাতে ক্রেস্ট, মানপত্র প্রদান ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম।
গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আমিনুল্লাহ মমতাজি, মোঃ নজরুল ইসলাম, পাঁচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলে এলাহী বিপুল, ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিতালি সরকার, জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতনি রনি চৌধুরী, এসএমসি কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, সদস্য ক্বারী আবু হোসেন, এসএমসি’র সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা, তাদের বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন