ময়মনসিংহের গৌরীপুরে আবৃত্তি আসর অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুরে আবৃত্তি পরিষদের আয়োজনে ‘আবৃত্তি আসর’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে উপজেলার পৌর শহরের স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত স্মৃতিসৌধ বিজয়’৭১ এ আবৃত্তির আসরটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার পরিবারকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মুক্তাদীর শাহিন, সংগীত নিকেতনের পরিচালক এম এ হাই, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়াতনের পরিচালক মোঃ আব্দুল মালেক প্রমুখ।
আবৃত্তি করেন- হারুন-উর-রশীদ, সুপক রঞ্জন উকিল, শামীমা খানম মীনা, ওবায়দুর রহমান, আরিফ আহম্মেদ, সেলিম আল রাজ, মোখলেছুর রহমান, নূরে তাসফিয়া জান্নাজ প্রভা, শ্রেষ্ঠাশ্বরী দাস আদ্রিতা, সুরেশ্বরী দাস অর্কিড, শেখ বুশরা বিনতে অরোরা, সামিহা, আকিব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন