ময়মনসিংহের গৌরীপুরে আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পাটবাজারস্থ বিএনপি কার্যালয়ে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, সুজিত কুমার দাস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ কার্জন প্রমুখ।

বক্তারা এসময় বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন দেশমেমিক ও ক্রীড়া সংগঠক। যিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার অকাল প্রয়াণ জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনা করা হয়।