ময়মনসিংহের গৌরীপুরে একই রাতে দুটি দুর্ধর্ষ চুরি

ময়মনসিংহের গৌরীপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার পৃথক পৃথক সময়ে উপজেলার পৌর শহরের নতুন বাজার এলাকার একটি বাসায় ও উত্তর বাজার এলাকার একটি ধানের গদিতে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, গৌরীপুর উপজেলার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান পরিবার নিয়ে নতুন বাজার দোতলা বাসায় থাকেন। শুক্রবার ভোররাতে তিনি তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যান। ওইদিন সকালে পরিবারের লোকজন দোতলার দরজার তালা ভাঙা দেখে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরে চুরি সংঘটিত হয়েছে।

মোহাম্মদ আতাউর রহমান বলেন, চোরচক্র বাসার দোতালার গেট কেটে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা নগদ টাকা, আমার বিয়ের গহনা ও ল্যাপটপ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এই ঘটনায় আমি ঢাকা থেকেই অনলাইনে জিডির আবেদন করেছি।

গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার বাসিন্দা বিপ্লব পালের ধানের গদি ঘর রয়েছে শহরের উত্তর বাজার এলাকায়। শুক্রবার রাতে তিনি ব্যবসায়ীক কাজ শেষে গদি ঘর বন্ধ করে নিজ বাসায় চলে আসেন। শনিবার সকালে গদি ঘর খোলে দেখেন পেছনের লোহার দরজা কেটে চোর ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে টাকা নিয়ে গেছে।

বিপ্লব পাল বলেন, এক বছরের মধ্যে আমার এই গদিতে তিনবার চুরি সংঘটিত হয়েছে। এরপর থেকে আমি গদিতে বেশি পরিমাণ টাকা রাখতাম না। ওইদিন অল্প কিছু টাকা ছিল। লোহার দরজা বিশেষভাবে ফুটো করে তালা খোলে চোর ভেতরে প্রবেশ সেটাও নিয়ে গেছে। চুরির ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।