ময়মনসিংহের গৌরীপুরে ’এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা

ময়মনসিংহের গৌরীপুরে ‘এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে প্রতিভা মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব মোঃ দেলাওয়ার হোসেন আজিজী।
সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক সমাবেশ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোহাম্মদ এমদাদুল হক। সঞ্চালনা করেন শিক্ষক সমাবেশ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ হামিদুর রহমান ও ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আমিরুল মোমেনীন।
প্রধান অতিথি এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব মোঃ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে কেটে নেয়া অবসর কল্যাণ তহবিলের ৬শ কোটি টাকা যারা আত্মস্বাত করেছেন, তাদের খোঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
তিনি আরো বলেন, আগামী দিনে ৬লক্ষ এমপিওভূক্ত শিক্ষদের নিয়ে আন্দোলনের মাধ্যমে এমপিওভূক্ত শিক্ষাকে জাতীয়করণ করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ-৩ আসনের এমপি প্রাথী মাওলানা বদরুজ্জামান ইসলাম, এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ মতিউর রহমান, বিভাগীয় সমন্বয়ক মোঃ কামরুল আলম।
বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকুন উদ্দিন, কিল্লা বোকাইনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সায়ীদুল হক, পুম্বাইল এফ ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল আলী খান, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস শাকুর।
শিবপুর এল ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন, কাওরাট আকবর আলী দাখিল মাদ্রাসার সুপার আল মামুন আকন্দ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মহসিন, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খসরুজ্জামান বাদল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















