ময়মনসিংহের গৌরীপুরে খতিব-ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার

ঈদ-উল আযহা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৪২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। সোমবার (১০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।

সভা শেষে পৌর মেয়রের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে ১৪৩ জনকে পোলাও’র চাউল, তেল, সেমাই, কিসমিস, সাবান, চিনি ও আতর ঈদ উপহার হিসেবে দেয়া হয় এবং পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে হাদিয়া দেওয়া হয়।

মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিতে মতবিনিময় সভার সঞ্চলনা করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম।

মতবিনিময়ে অংশ নেন গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, গৌরীপুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আবদুল হান্নান, পৌর কাউন্সিলর আবদুর রউফ মোস্তাকিম, জিয়াউর রহমান, গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আব্দুল হালিম, বড় মসজিদের খতিব ও ইমাম মো. মোস্তাকিম প্রমুখ।