ময়মনসিংহের গৌরীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ম
য়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর উদ্যোগে বুধবার বিকালে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন নেত্রকোণা বেঙ্গল ইসলামী তাফাকুল সার্ভিস পয়েন্টের ইনচার্জ এইচএম আরিফ হাসান।
কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, শিপন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান পিপলু, সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের তোফাজ্জল হোসেন শাকিল, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম, যুবদল নেতা রুবেল আহমেদ, মো. আল-আমিন, সোহাগ মিয়া, জহিরুল ইসলাম রমজান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















