ময়মনসিংহের গৌরীপুরে গণহত্যা দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার (২৫ মার্চ) দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন, গৌরীপুর পৌর প্রশাসক, গৌরীপুর পুলিশ প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

গৌরীপুর উপজেলার শালীহর বধ্যভূমিতে ‘২৫ শে মার্চের কালরাত্রিতে’ গণহত্যার শিকার শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) পুলিশ পরিদর্শক আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানআরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন সোহেল, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস ও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব প্রমুখ।