ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসা নিয়ে দুই সহপাঠির তর্ক, প্রাণ গেলো এক কিশোরের
ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারে বসা নিয়ে দুই কিশোরের মধ্যে তর্ক, প্রাণ গেলো এক কিশোরের। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বাঘবেড় গ্রামে। নিহত কিশোর মোফাজ্জল হোসেন (১২) ওই গ্রমের মৃত আলাল হোসেনের ছেলে। সে স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, নিহত কিশোর মোফাজ্জল হোসেন সহপাঠিদের সাথে নিয়ে নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে বসে স্মার্ট ফোনে ছবি দেখছিল। এ সময় পুকুর পাড়ে কয়েকটি চেয়ারে অন্যান্য সহপাঠিরা বসে থাকে। চেয়ার কম থাকায় সহপাঠি একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেন (১৪) এর সঙ্গে নিহতের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মোবারক হোসেন মোফাজ্জল হোসেনকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারে। লাথি মারার পর নিহত কিশোর মাটিতে পরে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই সে মারা যায়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জারা আনিম বলেন, ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, কিশোর মোফাজ্জল হোসেন হত্যাকান্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিবাদীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন