ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে।
রোববার বিকেলে পৌর শহরের ইসলামাবাদ ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোআ মাহফিলের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শহীদ জিয়ার এই জন্মদিবস পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল ইমরান, জহিরুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, সদস্য তাওহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা পারভেজ, হাবুল, কাওসার, শহীদ, সাজীদ প্রমুখ।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন