ময়মনসিংহের গৌরীপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাকের পার্টি উপজেলা ও পৌর কমিটির আয়োজনে উপজেলার পৌর শহরের গরুহাটায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর পৌর জাকের পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরী। ঐক্যবদ্ধ থেকে জাকের পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

জাকের পার্টি উপজেলা কমিটির সদস্য মঞ্জুর সঞ্চালনায় ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সাল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাকের পার্টির সভাপতি আবুল কাশেম, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ।

জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের গৌরীপুর পৌরসভার সভাপতি গোলাম মোহাম্মদ, জাকের পার্টি উপজেলা মহিলা ফ্রন্ট নেত্রী মোছাঃ শিরিন আক্তার, স্থানীয় জাকের পার্টি নেতা আমির হামজা, খোরশেদ আলম, উজ্জল, বাশার, জমশেদ, দেবল ও আবু প্রমুখ।

আলোচনা সভাশেষে গরু হাটা থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুণরায় গরুহাটায় গিয়ে শেষ হয়।