ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) অফিসার্স ক্লাবে বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে আইয়ুবের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল আহাম্মেদ নাসের, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জামায়াতের আমির বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সম্বনয়ক নাঈম, মেহেদি হাসান প্রমুখ।