ময়মনসিংহের গৌরীপুরে ধান পাট ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

ময়মনসিংহের গৌরীপুর ধান পাট ব্যবসায়ী সমিতির দুই বছর মেয়াদী ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে এস এম আলী আহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে বিপ্লব চন্দ্র পালের নাম ঘোষণা করা হয়েছে।

গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় ধান পাট ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি- মোঃ আলী আকবার আনিছ, সহসভাপতি- মোঃ সালাহ উদ্দিন আহমেদ উজ্জল, বাবু শ্যামল চন্দ্র বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ শহীদউল্লাহ, সাংগঠনিক সম্পাদক- কামাল খান পাঠান, কোষাধ্যক্ষ- মোঃ সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক-মোঃ নূরুল ইসলাম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক- শামীম খান।

সদস্য- মোঃ শফিকুল ইসলাম হারুন,দেলোয়ার হোসেন দুলাল, আরশেদ আলী, মোঃ জামাল ইসলাম
নতুন কমিটির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- তারিকুল ইসলাম, হাফেজ মো. আবুল কালাম, বাবু নীলকমল বসাক, সুশান্ত সাহা।

ধান পাট ব্যবসায়ী সমিতির বিদায়ী সভাপতি হারুন অর রশিদ প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আলী আকবর আনিছ।
দ্বিতীয় অধিবেশন শেষে ধান পাট ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।