ময়মনসিংহের গৌরীপুরে পল্লী চিকিৎসক আবুল মনসুর মানিক আর নেই

ময়মনসিংহের গৌরীপুরের বিশিষ্ট পল্লী চিকিৎসক আবুল মনসুর মানিক (৭২) মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত হার্ট অ্যাটাকসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। (১ মার্চ) তিনি পুঃণরায় হার্ট অ্যাটাক করলে তাঁকে রাজধানী ঢাকার মুগ্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
তিনি উপজেলার গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লায় বসবাস করতেন। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিসিতে নেয়া হয়। পরে আইসিসিতে থাকাবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ১০টার সময় মৃত্যুবরণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন