ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে উপজেলার শৌলগাই গ্রামে।

স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে শৌলগাই গ্রামের জাহের আলীর পুত্র সুরুজ আলী (৩৬) ও হোসেন আলী ফকিরের পুত্র আব্দুল খালেক(৫০) গ্রামের কৃষিজমিতে কলের লাঙ্গল দিয়ে হালচাষ করছিল।

এসময় বজ্রপাত হলে দুজন আহত হয়। বজ্রপাতের শিকার দুজনকে এলাকাবাসী উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করে এবং আব্দুল খালেককে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আব্দুল খালেকের বড়ভাই বারহাট্টা সিকেপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনেই তাদের জমিতে চাষ করছিল। এসময় বজ্রপাতে সুরুজ আলী নিহত হয় ও তাঁর ভাই আব্দুল খালেক আহত হয়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, বজ্রপাতের ঘটনায় সুরুজ আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান আর আহত আব্দুল খালেককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।