ময়মনসিংহের গৌরীপুরে বিপি দিবস উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটস প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিপি দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর উপজেলা পরিষদ আমতলা চত্বরে উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্কাউটস্ সম্পাদক ও ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।

উপজেলা কাব লিডার মো. রাজিব আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্কাউটস লিডার রহমত উল্লাহ, স্কাউটস্ লিডার মো. শাহজাহান কবীর, নূপুর রানী ভট্টাচার্য।

মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, চন্দপাড়া মুক্ত স্কাউটস্রে উডব্যাজার মো. ইমাম হোসেন, উপজেলা স্কাউটস্রে সহকারী কমিশনার মো. মুরাদ হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, কাব লিডার বাদশা মিয়া, সুজন দাস, রফিকুল ইসলাম রতন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, চামেলী রানী বর্মন, রেজিয়া সুলতানা, নাসরিন সুলতানা প্রমুখ।