ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল মাধ্যমিক শিক্ষকের

ময়মনসিংহের গৌরীপুরে ইজিবাইক চাপায় এনামুল হক (৫৭) নামে এক মাধ্যমিক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষক উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিম বলেশ্বর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক উপজেলার রামগোপালপুর ইউনিয়নের লাল খান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মঙ্গলবার সকালে বাড়ি থেকে সাইকেলে চড়ে তিনি বিদ্যালয়ের পথে রওনা হন।

পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় আসতেই সাইকেল আরোহী এনামুল হককে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে মঙ্গলবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লাল খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক বলেন, এনামুল হক ১৯৯৭ সালে আমাদের বিদ্যালয়ে যোগ দান করেন। তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। আজ বিদ্যালয়ে আসার পথে ইজিবাইক চাপায় মারা যান তিনি। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি ঘাতক চালককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল মালিক বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।