ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল ফোনের দোকানে চুরি
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের একটি মোবাইলের দোকানের পিছনের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ১৭৮ টি বাটন মোবাইল ফোন ও ৫ হাজার টাকার বিভিন্ন কোম্পানির রিচার্জ কার্ড চুরি হয়েছে বলে দাবি করছেন দোকানটির মালিক।
বুধবার (৫ জুন) রাতে উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকার ‘দেশ মোবাইল’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে।
দোকান মালিক জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে তার দোকানে বাংলালিংক কাস্টমার কেয়ার এর ম্যানেজার এসে দোকান খুলে দেখেন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও মোবাইল ফোনের কাভারগুলো ফ্লোরে পড়ে থাকতে দেখে তাকে মুঠোফোনে চুরির ঘটনা জানান। পরে তিনি দোকানে এসে দেখেন পিছনের চালের টিন কাটা আর ভিতরে নকিয়াসহ বিভিন্ন ব্যান্ডের ১৭৮টি নতুন বাটন মোবাইল ফোন ও ৫ হাজার টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আনুমানিক ২ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে দাবি করেন তিনি।
তিনি আরো জানান, চুরির ঘটনায় মৌখিকভাবে গৌরীপুর থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন