ময়মনসিংহের গৌরীপুরে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুরে নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার পৌর শহরের শহীদ মঞ্জু সড়কে অবস্থিত এনটিটি মডেল স্কুলের সভাকক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অন্যচিত্র সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা।
এ সময় তিনি বলেন, যুবদের দ্বারাই একটি উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব। যুবরাই পারবে আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে। তাই, সমাজের অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কাজ করে যুবদের নিজেকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ইমন সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুব সমাজকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে মানুষ, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ এই সময়ে প্রযুক্তি ও সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যুক্ত। আজকের যুব সমাজ আগামী দিনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মচারী, ভোক্তা ইত্যাদি পরিচয়ে নাগরিক হিসেবে গড়ে উঠবে হুইসেল ব্লোয়ার এর মাধ্যমে।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির, নেত্রকোনার ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের সভাপতি হীরালাল দাস, রামকৃষ্ণ মন্দির কমিটির সাবেক সভাপতি নন্দ দুলাল সরকার, ইসলামাবাদ জামে মসজিদের ইমাম মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক ও উন্নয়নকর্মী ওবায়দুর রহমান, গৌরীপুর উপজেলা যুব ফোরামের আহবায়ক আরাফাত সানি ও খাইরুল ইসলাম প্রমুখ।
এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, কলেজের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের স্টেক হোল্ডার এবং বিভিন্ন এলাকার যুববৃন্দ অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন