ময়মনসিংহের গৌরীপুরে যুবদলের উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকীতে কম্বল বিতরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষকে পাঁচ শত শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে গৌরীপুর পৌর শহরের উত্তর এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।
পরে তিনি শীতের রাতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে পৌর শহরে ঘুরে ঘুরে অসহায়, দুস্থ, ও ছিন্নমূল মানুষদের শীতের নতুন কম্বল উপহার দেন।
অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে হাসি ফুটে উঠে অসহায়, দুস্থ, ও ছিন্নমূল মানুষের মুখে।
রিকশা চালক রহমত উল্লাহ বলেন, ‘শীতের রাইতে গাড়ি চালাই ঠান্ডায় কষ্ট হয়। আজকে রাতের বেলায় যুবদল নেতা পাপ্পু ভাই আমারে একটা নতুন কম্বল উপহার দিছে আমি খুব খুশি’।
হোটেল কর্মচারি সোহাগ বলেন, ‘হোটেলে অনেক রাইত লাগাত কাম করি। শীতের রাইত হাত-পা ঠান্ডা হইয়া যায়, ঘুমাইতে কষ্ট হয়। কম্বলটা পাইয়া অনেক ভালো হইছে। এটা গায়ে দিয়া রাইত ঘুমাইয়াম’।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ‘ গত কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে গরম কাপড় না থাকায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের কষ্ট হচ্ছিল। আজকে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও ছিন্নমূল পাঁচশত মানুষকে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন, ‘প্রকৃত দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো যেন কম্বলগুলো পায় সেজন্য আমরা যুবদল নেতা পাপ্পু ভাইকে সাথে নিয়ে ঘুরে ঘুরে কম্বল উপহার দিয়েছি। কম্বল উপহার পাওয়ার মানুষগুলোর মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া’।
কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর যুবদলের সদস্য আনোয়ার হোসেন, যুবদল নেতা হান্নান তালুকদার, শিপন মিয়া, ওয়ালিউল্লাহ রুবেল, মোঃ আব্দুল্লাহ, আনিসুর রহমান, জহিরুল ইসলাম রমজান, বাদল মিয়া, মোস্তাফিজুর রহমান পিপলু প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন