ময়মনসিংহের গৌরীপুরে লুটপাট বন্ধের দাবীতে ক্ষেতমজুর সমিতির মানববন্ধন
গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধের দাবীতে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা কমিটি মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর শহরের মধ্যবাজার কৃষ্ণচ‚ড়া চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী।
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য জহিরুল আমীন রুবেল, উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সদস্য এনামুল হাসান অনয় প্রমুখ।
ষাটোর্ধ্ব দিনমজুরদের বিনা সঞ্চয়ে মাসিক ১০ হাজার টাকার পেনশন প্রদান, গ্রামীণ বরাদ্দের লুটপাটকারীদের গ্রেফতার ও পল্লী রেশনিং ব্যবস্থা চালুর দাবীই জানিয়েছেন বক্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন