ময়মনসিংহের গৌরীপুরে শহীদদের প্রতি বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।
এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ এ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার ও সাধারণ সম্পাদক উজ্জল চন্দের নেতৃত্বে এতে মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহন করেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কবরাস্থানে প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও উপজেলা পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন