ময়মনসিংহের গৌরীপুরে শহীদ জোবায়ের স্মৃতি মটরবাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় শহীদ হওয়া জোবায়ের আহমেদের স্মরণে ‘শহীদ জোবায়ের স্মৃতি’ মটরবাইক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রিয়াদ সেনা স্পোর্টিং ক্লাব ও ডৌহাখলা একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হয়। খেলায় ম্যাচসেরা খেলোয়ারের পুরস্কার পান ডৌহাখলা একাদশের মেহেদি হাসান অমি।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল খালেক। সঞ্চালনা করেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সদস্য সচিব সুজিত কুমার দাস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, জায়েদুর রহমান, মুহাম্মদ শাহজাহান সিরাজ, গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, আরিফুল ইসলাম ভূইয়া এনাম, শাহজাহান কবির হীরা, বেগ ফারুক আহমেদ, গোলাম মোস্তফা, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ।
প্রসঙ্গত, জোবায়ের আহমেদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামে। ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন