ময়মনসিংহের গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে ঈদ-উল-আযহার জামাত উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/Eid-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সৌদি আরবের চাঁদের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ জুন) সকাল ৬-৩০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের খাদেম মো. সেকান্দর আলী।
দ্বিতীয় জামাত সকাল ৯টা টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম শেখ।
মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদ-উল-আযহার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
জামাত শেষে মিলাদ-মাহফিল ও সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
ঈদ-উল-আযহার জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েকশত আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার ইমাম মাওলানা ইব্রাহিম শেখ জানান, সৌদি আরবের সাথে চাঁদের মিল রেখেই প্রতি বছর এখানে ঈদ-উল-আযহা পালন করা হচ্ছে। একইভাবে আমরা বাংলাদেশের একদিন আগে থেকে রোযা রাখা শুরু করি এবং ঈদুল ফিতর পালন করি।
নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন