ময়মনসিংহের গৌরীপুরে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি উপস্থিত থেকে হতদরিদ্র জনগণের হাতে এসব ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।
স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুঃস্থ-অসহায়দের বাড়ি-ঘর মেরামত ও পুনঃনির্মাণের জন্য মানুষদের মাঝে ৬৪ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে তিন হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।