ময়মনসিংহের গৌরীপুরে ৩১ দফা বাস্তবায়নে ও গতিশীল করতে বিএনপির আলোচনা সভা

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন, দলের কার্যক্রমকে গতিশীল করতে ও দলকে নির্বাচনমুখী করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বয়রা বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
তিনি বলেন, বাংলাদেশে যখন নেতৃত্ব ছিলো না, শেখ মুজিব যখন ২৫ শে মার্চ রাতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে পশ্চিম পাকিস্তানে চলে গেছেন, তখন দেশ নেতৃত্বশূন্য ছিলো। তখন একজন মেজর উনি চাকরির মায়া ত্যাগ করে, স্ত্রী-পুত্রের মায়া ছেড়ে কর্নেল গাঙ্গুয়াকে বন্দী করে রিবেট করে ২৭শে মার্চ তিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা এমন একজন নেতার দল করি যখন ১৯৭৫ সালের পর দেশ আবার সংকটে পরে তখন তিনি আবার দেশের হাল ধরেন।
তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান এই দেশের সকল জাতিকে নিয়ে একটি জাতীয় পরিচয় দিলেন। তিনি আমাদেরকে একটি পরিচয় দিলেন বাংলাদেশী জাতীয়তবাদ। সেই পরিচয়কে বহন করে তিনি মাত্র সাড়ে তিন বছরে দেশকে উন্নয়নের ছোঁয়া দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে ম্যাজিক ছিলো। তিনি এই দেশে একটি সবুজ বিপ্লব করে দিয়েছেন, কৃষিতে বিপ্লব এনে দিয়েছেন ও শিল্পের উন্নয়ন ঘটিয়েছেন।
তিনি আরও বলেন, এই দেশে বিএনপি কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করেনি। যদি আপোষ করতেন তাহলে ২০০৯ সালেই ক্ষমতায় আসতে পারতেন। কিন্তু বিএনপি ভোটচুরি, দিনের ভোট রাতে বিশ্বাস করেনা। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় যেতে চাই। যারা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে তারা নিজেরা জানে কয়টা ভোট তারা পাবে।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, জামায়াত শিবির ফ্যাসিস্ট দলের লুঙ্গির নিচ থেকে বেরিয়েছে। তেমনি আজকে ছাত্রলীগও জামায়াতের লুঙ্গির নিচে জায়গা নিয়েছে। আমরা সেই দোসররা যাতে ফিরে না আসতে পারে সেজন্য আমাদেরকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদেরকে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ফ্যাসিস্টদের প্রতিরোধ করবো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মকবুল হোসেন সরকার। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা করিম সরকার ও মনসুরুল আমিন।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, মো. শাহজাহান সিরাজ, জায়েদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশিম সাত্তার মণ্ডল, মজিবুর রহমান মানিক, মঞ্জুরুল হক মঞ্জু, নজরুল ইসলাম, আবুল হাসিম।
মো. আব্দুল হাই, হারুন-অর-রশিদ, ভাংনামারী ইউনিয়ন যুবদল নেতা মুজাহিদ, নয়ন, জাহাঙ্গীর, ভাংনামারী ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হোসেন, সদস্য সচিব জুয়েল মিয়া, ভাংনামারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিতু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন