ময়মনসিংহের গৌরীপুরে ৩১ দফা ও ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
রোববার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাহাদুরপুর গ্রামে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সেখানে দলীয় নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।
সভাপতিত্ব করেন রামগোপালপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ঈসমাইল মীর। সঞ্চালনা করেন রামগোপালপুর ইউনিয়ন যুবদল নেতা মো. মোস্তাকিম, স্বেচ্ছাসেবকদল নেতা মো. রাসেল মিয়া, ছাত্রদল নেতা মো. শাহ আলম।
উঠান বৈঠকে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য আবুল কালাম খান, রামগোপালপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মজনু, রামগোপালপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার আব্দুল খালেক, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রক্তিম।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ, ময়মনসিংহ উত্তর জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আলম, গৌরীপুর পৌর ছাত্রদল ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিলন সরকার, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিয়াদ মিয়া।
বিএনপি নেতা সবুজ মিয়া, রামগোপালপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, ছাত্রদল নেতা আসিফুল হক, স্বেচ্ছাসেবকদল মো, জুয়েল প্রমুখ।
এ সময় বক্তারা, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে যাকেই ধানের শীষ দেওয়া হবে তাকেই বিজয়ী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















