ময়মনসিংহের গৌরীপুরে ৯ জুয়াড়িসহ ১১ জনকে আদালতে সোপর্দ
ময়মনসিংহের গৌরীপুরে ৯ জন জুয়াড়িসহ ১১ আসামীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার আসামিদের গৌরীপুর থানা থেকে আদালতে সোপর্দ করা হয়।
জানাগেছে, রোববার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে জয়নাল মিয়ার দোকানের সামনে একটি জুয়াড় আসরে এসআই কামাল আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তারকৃতরা জুয়াড়িরা হলেন- উপজেলার চড়াকোণা গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (২০), সেকান্দর আলীর ছেলে খায়রুল ইসলাম (২৫), মৃত আরশেদ আলীর ছেলে কামরুল ইসলাম (৩২), কোনাপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে সুমন মিয়া (২০), শালীহর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মিরাজ আলী (৩০), কোনাপাড়া গ্রামের মিয়াবক্সের ছেলে শফিকুল ইসলাম (৩৫), আইন উদ্দিনের ছেলে মোমেন (২২), চড়াকোনা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শফিক মিয়া (৫৫) ও পার্শ্ববর্তী পূর্বধলা থানার মাইমা গ্রামের ছাবেদ আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫)।
এছাড়াও পৃথক অভিযানে রোববার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়। আসামিরা হলেন- উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী সোলেমান (২২) ও মোঃ লোকমান হোসেন (২৫)।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন