ময়মনসিংহের গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের লটারি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকালে গৌরীপুর স্টেডিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়। এছাড়াও এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম সাজ্জাদুল হাসানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আহবায়ক- হাক্কেল মুবিন মুন্সী, সদস্য সচিব- রনি নাগ, সদস্য- আল ইমরান খান, মুসা মুন্সী ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম শান্ত।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব মুন্সী, গৌরীপুর পৌর কর্মচারী পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাবেক ক্রীড়াবিদ কৌশিক আহমেদ খান ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল।
টুর্নামেন্টের আহবায়ক হাক্কেল মুবিন মুন্সী জানান- এবার সিনিয়র গ্রুপে ৯টি ও জুনিয়র গ্রুপে ১২টি দল অংশ গ্রহণ করেছে। ঈদুল ফিতরের দিন বিকাল ৪ টায় সকল দলের জার্সি উন্মোচন ও ঈদের পরদিন সকাল ৮ টায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন