ময়মনসিংহের গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের লটারি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকালে গৌরীপুর স্টেডিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়। এছাড়াও এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম সাজ্জাদুল হাসানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আহবায়ক- হাক্কেল মুবিন মুন্সী, সদস্য সচিব- রনি নাগ, সদস্য- আল ইমরান খান, মুসা মুন্সী ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম শান্ত।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব মুন্সী, গৌরীপুর পৌর কর্মচারী পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাবেক ক্রীড়াবিদ কৌশিক আহমেদ খান ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল।

টুর্নামেন্টের আহবায়ক হাক্কেল মুবিন মুন্সী জানান- এবার সিনিয়র গ্রুপে ৯টি ও জুনিয়র গ্রুপে ১২টি দল অংশ গ্রহণ করেছে। ঈদুল ফিতরের দিন বিকাল ৪ টায় সকল দলের জার্সি উন্মোচন ও ঈদের পরদিন সকাল ৮ টায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।