ময়মনসিংহের গৌরীপুর উচ্ছেদ অভিযানের পর শহরের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর শহরের সৌন্দর্য বর্ধনে শতাধিক বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশন।
বুধবার (২৭ আগস্ট) বিকালে রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে পৌর শহরের উত্তর বাজার এলাকায় মডেল মসজিদের সামনে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর শহর ঘুরে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করেন। এর আগে সোমবার গৌরীপুর পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌর প্রশাসন।
রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য ওয়ালিউল্লাহ রুবেল, অবৈধ স্থাপনার কারণে আমাদের গৌরীপুর পৌর গিঞ্জি শহরে পরিণত হয়েছিল। স্থানীয় প্রশাসন শহরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরটাকে সুন্দর রূপ দিয়েছেন। আমরা শহরের সৌন্দর্য ও শোভাবর্ধন করতে বিভিন্ন প্রজাতির গাছের শতাধিক চারা রোপণ করেছি। সবাই মিলে যদি গাছের চারাগুলো রক্ষণাবেক্ষণ করি তাহলে শহর সবুজে ভরে যাবে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছের উপকারিতা বলে শেষ করে যাবে না। গাছ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। যেসব এলাকায় গাছের পরিমাণ বেশি সেখানে বন্যা ও ঝড়ের ক্ষতির পরিমাণ কম। আজকে যে গাছগুলো রোপণ করা হলো। সেই গাছগুলো যদি সবাই মিলে একটু রক্ষণাবেক্ষণ ও দেখেশোনে রাখি তাহলে শহরের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যাবে।
গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, পরিবেশ রক্ষার জন্য গাছ অপরিহার্য। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। উচ্ছেদ অভিযানের পর গাছ লাগিয়ে শহরকে যদি সবুজ করার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, সোমবার বাজারকে সুন্দর করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকাবাসী ও ব্যবসায়ীয় সহ গণমাণ্য ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করেছেন। জায়গাটা যেহেতু পরিস্কার করা হয়েছে এইখানে অস্থায়ী ভিত্তিতে কেউ যাতে কোন স্থাপনা করতে না পারে এইজন্য বৃক্ষরোপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। গাছ লাগানোর মাধ্যমে গৌরীপুরকে আরও সৌন্দর্য্যবর্ধন করে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই।
কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, আলী আহাম্মদ, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, গৌরীপুর পৌর ছাত্রদলের সদস্য তানভীর আহমেদ, শাহিনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাকিম হাসান বাবু, মোকছেদুল মোমেন, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সহসভাপতি সানোয়ার হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফা হোসেন, সদস্য মাহবুবুর রহমান রিকু, আল-আমিন প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন