ময়মনসিংহের গৌরীপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/Durjug-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরে র্যালি শেষে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন চন্দ্র রায়, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ শাহজাদা প্রমুখ।
আলোচনা সভা শেষে গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন