ময়মনসিংহের গৌরীপুর নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

ময়মনসিংহের গৌরীপুর বাহাদুরপুর নুরমহল সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ জুন) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুপর গ্রামে সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম সুরেশ্বরী।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করেন মো. সেকান্দর আলী সুরেশ্বরী। নারীরাও পৃথক জামাতে নামাজ আদায় করেন।

সুরেশ্বর দরবার শরীফের মুরিদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্ত এ জামাতে অংশ গ্রহণ করেন।

ঈদের জামাতে নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত করা হয়। সুরেশ্বর দরবার শরীফের খাদেম ও খতিম মো. সেকান্দর আলী বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ চাঁদ দেখার প্রথম দিনে ঈদ উদযাপন করে।

আমরাও চাঁদের গণনায় ঈদ করছি। এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওআইসির প্রতি আহ্বান জানাচ্ছি। যেন আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়।