ময়মনসিংহের গৌরীপুর বাজারের শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ময়মনসিংহের গৌরীপুর পৌর বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমান আদালতে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
ভ্রাম্যমান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৫ হাজার টাকা, ১ জনকে ২ হাজার টাকা, ২ জনকে ৫শ টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, গৌরীপুর পৌরসভার বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন