ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের নবগঠিত কমিটির সাক্ষাৎ

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কটিমটির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য তানভীর হাসান, শাহিনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. নাজমুল হাসান, সহসভাপতি ওয়াসকুরুনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক মো. আলম খান প্রমুখ।

প্রসঙ্গত গত ২৪ আগস্ট ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাহীন আলমকে সভাপতি ও তোফাজ্জল হোসেন শাকিলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।