ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের ভ্রাম্যমান হকারদের উচ্ছেদ না করতে মানববন্ধন

ময়মনসিংহ বিভাগীয় শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বাহিরে ভ্রাম্যমান চটপটি, ফাস্টফুড ফুচকা, ঝালমুড়ি, শরবত ইত্যাদি ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আকষ্মিকভাবে উচ্ছেদ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়।

অসহায় গরীব ছিন্নমূল হকারদের উচ্ছেদের প্রতিবাদে (২০ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধন শেষে শত শত হকার মিছিল করে সিটি করপোরেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।মানববন্ধনে অতি দরিদ্র শতশত নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে হকারগণ তাদেরকে পূর্ণবাসনের দাবী সন্মলিত ফ্যাস্টুন বুকে পিঠে ধারন করে তাদের আকুতি করুণ পরিস্থিতির করা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে পূর্ণবাসন না করা পর্যন্ত ব্যবসা করে জীবন জীবিকা চালানোর জন্য ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ সহকারে জোর দাবী করেন।