ময়মনসিংহের তারাকান্দায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ শহীদুল্লাহ পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম ২০২২ এবং ২০২৩ সালের মাধ্যমিক পর্যায়ের১১-জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন।
সোমবার (৪ আগষ্ট) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃশহীদুল্লাহ বলেন শিক্ষার্থীরা তাদের এই কাঙ্ক্ষিত ফলাফলের মান উন্নয়নে আরো সচেষ্ট হবে। দেশ ও জাতির কল্যাণে আগামী দিনে তাদের মেধা কাজে লাগাবে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, তারাকান্দা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুন নাহার লাকী।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু সূধন কুমার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদরাসার প্রতিষ্ঠান প্রধান,কলেজ গভর্নিং বডি এবং স্কুল ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন