ময়মনসিংহের ত্রিশালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকা হতে ৩৬৮০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ১৪ জানুয়ারী রাত ২.৩০ টায় ত্রিশাল থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর সামনে ময়মনসিংহ হতে ঢাকাগামী মহাসড়কে পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ সারোয়ার হোসেন (৩৫)।
পিতা- মোঃ আলমগীর হাওলা, মাতা- বিউটি বেগম, সাং-কবিরাজপাড়া থানা-তালতলী, জেলা-বরগুনা ও মোঃ মাহাবুব উজ জামান জনি (৩৯), পিতা-মোঃ আব্দুস সামাদ, মাতা-মোত্তারী বেগম, সাং-দক্ষিণ কমলাপুর, থানা-মতিঝিল,জেলা- ঢাকাদ্বয় কে ৩৬৮০ পিস ইয়াবা, ০১ টি প্রাইভেট কার,০২ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক বাজার মূল্য ১১,০৪,০০০/-(এগারো লক্ষ চার হাজার) টাকা।এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের র্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন