ময়মনসিংহের ধোবাউরায় বাড়ির পুকুর থেকে গুলি উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা গোবিন্দপুর গ্রামের ইকলাছ তালুকদারের বাড়ির পুকুর থেকে থানা পুলিশ ৬০ রাউন্ড গুলি উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ মার্চ) সকালে পুকুরের ধারে কিছু অসামান্য বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি উদ্ধার করে এবং তা সংগ্রহ করে থানায় নিয়ে যায়।থানা পুলিশ সুত্রে জানাযায় উদ্ধার হওয়া ৬০ রাউন্ড গুলি কার কাছ থেকে অথবা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের ধারণা, গুলি সম্ভাব্যভাবে কোনো অস্ত্রধারী গোষ্ঠী বা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে পুলিশ এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা হবে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।পুলিশ স্থানীয়দের সতর্ক করে জানান যে কোনো সন্দেহ জনক ঘটনা পুলিশকে অবহিত করার জন্য।