ময়মনসিংহের নান্দাইলে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল মিছিল

ময়মনসিংহ জেলার নান্দাইলে ফিলিস্তিনিদের পক্ষে থাকার সমর্থন জানিয়ে ধর্ম প্রাণ মুসলমানগণ প্রতিবাদ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্টিত হয়। অনুষ্টানে যাতে বিসৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নান্দাইল মডেল থানা পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

উপস্থিত লোকজন সেজন্য পুলিশ বাহীনিকে ধন্যবাদ জানায়। (১৪ অক্টোবর) শনিবার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে সমাবেশে মুসলমানরা জরো হয়ে প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনিের মুসলমানদের উপর ইসরাঈলের সৈন্যরা নির্মম ভাবে আক্রমন চালিয়ে নিরীহ মুসলমানদেরকে শাহাদত করছে।আমরা এর তীব্র-নিন্দা, প্রতিবাদ ও ধিক্বার জানাই।

আলোচনা শেষে (ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়কের নান্দাইল সরকারি কলেজের সামনে থেকে হাজার হাজার লোকজন জমা হয়ে প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি মডেল থানার সামনে দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সমুর্ত জাহান মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত মুসলমানগণ বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের সমর্থনে তাদের দেশের পতাকা হাতে নিয়ে স্লোগান দেয়।মিছিলের লোকজন বলেন ইসরাঈলের পন্য আমরা বয়কট করলাম।

এসময় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী,এবং ধর্ম প্রাণ মুসলমানগণ প্রতিবাদী মিছিলে অংশ নেয়।এছাড়াও ধরগাও মদীনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম, কুতুবপুর মদীনাতুল উলুম মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম (শহিদ), চান্দুরার হযরত মাওলানা মুহম্মদ আবদুল্লাহ সহ আরো অনেকেই মিছিলে অংশ নেয়।