ময়মনসিংহের নান্দাইল উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
ব্যাপক জনসমর্থনে আমিনুল ইসলাম শাহান(দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৪৬,৪৩৬ ভোট।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান নিষ্টার সাথে দায়িত্ব পালন করছে।তিনি একজন প্রতিবাদি আওয়ামীলীগের নেতা।তার নিকট যে কোন পেশার লোকজন খোলামেলা কথা বলতে পারেন এবং সাধ্যমত সমাধান করার চেষ্টা করেন।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান বলেন সকলের সহযোগিতায় আমাকে চেয়ারম্যান করায় নান্দাইলবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুরাবরকবাদ জানাই।
তিনি আরো বলেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করিব। উল্লেখ যে, এমদাদুল হক ভূঁইয়া আনারস প্রতীকে ২৯,৫৮৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। নান্দাইল উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত করায় আমিনুল ইসলাম শাহানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় দলীয় ও সাধারণ লোকজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন