ময়মনসিংহের নেত্রকোনা সমিতির ইফতার মাহফিল

নেত্রকোনা সমিতি, ময়মনসিংহের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল শনিবার ময়মনসিংহ শহরের আকুয়া চৌরাঙ্গী মোড় সংলগ্ন সরকারি শিশু সদন (বালিকায়) অনুষ্ঠিত হয়। ইফতারে ৬৯ জন এতিম শিশুসহ শিশু সনদের কর্মকর্তা- কর্মচারী ও অত্র সমিতির অনেকেই ইফতারে অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সমিতি, ময়মনসিংহের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুল হক, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ,সাধারন সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান বাচ্চু।

কোষাধ্যক্ষ হামিদুর রহমান, উপদেষ্টা মোঃ খোরশেদ উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক আতিকুর রহমান পলাশ, আশরাফুল আলম শাহীন,মোস্তাফিজুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।সার্বিক সহযোগিতা করেন উক্ত সরকারি শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক নাজমিন নাহার।