ময়মনসিংহের মুক্তাগাছায় হরতাল-অবরোধের প্রতিবাদে সমাবেশ
বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।
(১০ নভেম্বর) শুক্রবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক এমপি।
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ বাবু এমপি অনুষ্টানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন