ময়মনসিংহের মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র খতিব মুহম্মদ রিয়াজুল হক রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র সম্মানিত খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর(সুপারভাইজার), বৈরাটী সরকার বাড়ীর হযরত মাওলানা মুহম্মদ আবদুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান-হযরত মাওলানা শাহ সুফী মুহম্মদ রিয়াজুল হক রহমতুল্লাহি আলাইহি শনিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)জানাযার নামাজ বৈরাটী (দক্ষিন) সরকার বাড়ী জামে মসজিদের সামনে যোহরের নামাজের পর অনুষ্টিত হয়। উল্লেখ্য যে যামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আ’যম সুলতানুন নাছীর মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার মুরিদ হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক।
তিনি তাকওয়া ও মুত্তাকি হিসেবে দায়িমীভাবে সুন্নতি লিবাস পরিধান করতেন।তার রুহের মাগফিরাত কামনায় ও মৃত্যুতে মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র পরিবার শোকাহত।
এসময় মুহম্মদিয়া শরীফের হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম, সাইয়্যিদ মুহম্মদ আবুল মনসুর, নান্দাইল ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হযরত মাওলানা মুহম্মদ সাইদুর রহমান, ঢাকা থেকে আগত হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ হাসান ইমাম, মগটুলা ইউপি চেয়ারম্যান মুহম্মদ শিহাব উদ্দিন আকন্দ, হযরত মাওলানা মুহম্মদ শামসুল হুদা দুলাল, হযরত মাওলানা মুহম্মদ ইয়াহিয়া।
হযরত মাওলানা মুহম্মদ মনজুরুল হক, মুহম্মদ আশিকুর রহমান, হযরত মাওলানা মুহম্মদ আহসান উল্লাহ, সাংবাদিক মুহম্মদ আবুল বাশার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ জানাযার নামাজে শরীক হন। নামাজ শেষে মুহম্মদ রিয়াজুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন