ময়মনসিংহের হাসপাতালের বারান্দায় পড়ে আছে অজ্ঞাত মরদেহ
সাদা কাপড়ে ঢাকা মরদেহ। চারপাশে ভনভন করছে মাছি। মাঝে মাঝে দু একজন উৎসুক জনতা কাছে গিয়ে কাপড় সরিয়ে মরদেহের মুখ দেখে আসছে। তবে কেউই নাম-পরিচয় বলতে পারছেন না।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে এই দৃশ্যের দেখা যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এর আগে শুক্রবার বেলা ১১ টায় অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহের পড়নে ছিল হালকা কাঁঠালি রঙের ফতুয়া ও লুঙ্গি। বয়স আনুমানিক ৬৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি গৌরীপুর রেলওয়ে জংশনে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতেন। কারো সাথে তিনি কথা বলতেন না। স্থানীয় বাসিন্দা ও গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশও নাম-পরিচয় শনাক্ত করতে পারেন নি।
গত ২০ অক্টোবর গৌরীপুর রেলওয়ে জংশনে বৃদ্ধ ব্যক্তির শারীরিক অবস্থা অবনতি দেখে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৭ অক্টোবর শুক্রবার বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে মৃত্যুর পর অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের দোতালার বারান্দায় পড়ে আছে। শুক্রবার বিকাল পর্যন্ত বৃদ্ধের নাম ও পরিচয় শনাক্ত করা যায় নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহজাবিন বলেন, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ ব্যক্তিকে কথা বলতে পারতেন না। তিনি শারীরিক ভাবে খুব দুর্বল ছিলেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পার্টি ওই বৃদ্ধকে চেতনানাশক প্রয়োগ করেছেন। উনার মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, বৃদ্ধ লোকটি কিভাবে গৌরীপুর জংশনে এলেন আমরা বলতে পারছি না। গত ২০ অক্টোবর শারীরিকভাবে দুর্বল বৃদ্ধকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। আজ বৃদ্ধ লোকটি মারা গেছে। গৌরীপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান, অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পাওয়া না গেলে প্রশাসনের অনুমতিসাপেক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে। আমরা চারিদিকে খোঁজ লাগিয়েছি। বৃদ্ধের মরদেহের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আপাতত মরদেহ হাসপাতালে রাখা আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন