ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ময়মনসিংহে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার নাম বুলবুল আহমেদ সজীব সে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহমেদ সজিব (৩০) নামের এই নেতাকে গ্রেফতার করে।

এ সময় তার দেহ তল্লাশী করে তার কোমরের পিছন দিকে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে।পুলিশ আরো জানায়, পরবর্তীতে অভিযানে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত বুলবুল আহমদে সজিবকে নিয়ে পুলিশের গাড়ীতে ওঠার সময় তার ডাক-চিৎকারে গ্রেফতারকৃত সজীবের আত্মীয়-স্বজনসহ প্রায় ২০০/২৫০ কর্মী সমর্থক আসামীকে বহনকারী মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করে এবং অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের উপর আক্রমণ করে সজিবকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ অবস্থায় ডিবির অপর একটি টিম তাদের সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছলে গ্রেফতারকৃত বুলবুল আহমেদ সজিবের আত্মীয়-স্বজনসহ উপস্থিত উত্তেজিত সমর্থকরা দা, লাঠি- সোঠা ও লোহার রড দ্বারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে।

এসময় পুলিশকে বহনকারী ময়মনসিংহ-ছ-৭১- ০০৪৫ ও ঢাকা-মেট্রো-চ-১৬-৩০৬৫ নাম্বারের দুইটি মাইক্রোবাস ভাংচুরসহ পুলিশ টিমের এসআই রফিকুল ইসলামের মাথায় রক্তাক্ত কাটা জখম করে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা হয়েছে। বুলবুল আহমদে সজিব বলাশপুর মরাখোলার মৃত এমরান হোসনের ছেলে। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে।