ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/FB_IMG_1733833479565-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ ঘটিকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের আয়োজনে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ এর সহযোগিতায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক মুফিদুল আলম, সম্মানিত পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা।
মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়ের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়। একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের ঐক্যবদ্ধ করে তোলাই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন